ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অধ্যাপক মোজাফফর আইসিইউতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের অবস্থা আশঙ্কাজনক। তিনি রাজধানীর বসুন্ধরার অ্যাপলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। সেখানে অধ্যাপক ড. বোরহান উদ্দীনের অধীনে তার চিকিৎসা চলছে।

অধ্যাপক মোজাফফর আহমদের স্ত্রী ও সংরক্ষিত আসনের এমপি আমিনা আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রফেসর ড. বোরহান উদ্দীনের অধীনে তার চিকিৎসা চলছে।

ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জানান, ৯৭ বছর বয়সী অধ্যাপক মোজাফফর আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি