অধ্যাপক হান্নান ফিরোজ আর নেই
প্রকাশিত : ১৯:২২, ২৯ অক্টোবর ২০১৭
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ হান্নান ফিরোজ ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ (রোববার) ভোরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন হান্নান ফিরোজ। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক ভিপি ছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে আছে। এম এ হান্নান ফিরোজ রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামানের বড় ভাই।
রোববার দুপুরে হান্নান ফিরোজের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
আগামীকাল সোমবার সকাল সাড়ে ১১টায় হান্নান ফিরোজের নিজ গ্রামের বাড়ি সংলগ্ন ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকার রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
হান্নান ফিরোজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, শেরেবাংলা রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এ কে এম রেজাউল করিম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন