ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অনন্য রেকর্ড মুশফিকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটের দেশের জার্সিতে এখন সবচেয়ে বেশি রানের মালিক মুশফিকুর রহিম। এই রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেন তামিম ইকবালকে।  

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের তৃতীয় দিনে সাজঘরে ফেরার আগে ১৩ রান করেন মুশফিকুর রহিম। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে নেয়া প্রথম রানেই তিনি এই অনন্য মাইলফলক স্পর্শ করেন।  

এর আগে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮ রানে আউট হয়ে যান তিনি। এতে স্পর্শ করেন দেশ সেরা ওপেনার তামিমের ১৫ হাজার ১৯২ রান। তবে ডানহাতি অভিজ্ঞ এ ব্যাটার দ্বিতীয় ইনিংসে ১ রান করতেই বনে যান দেশের সর্বোচ্চ রানের মালিক।

এর ফলে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট-এই তিন ফরম্যাটে এখন সর্বোচ্চ রানের অধিকারী মুশফিকুর রহিম।

৯১ টেস্টে অভিজ্ঞ এ ক্রিকেটারের টেস্ট রান হচ্ছে ৫ হাজার ৯১৩। ২৭১ ওয়ানডেতে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আগে ১০২ ম্যাচে করেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে বর্তমানে তার মোট রান ১৫ হাজার ২০৫। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া তামিম ইকবালের রান ১৫ হাজার ১৯২।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। কাজে আপাতত কিছুদিন থেকে যাচ্ছে মুশফিকের সর্বোচ্চ রানের রেকর্ডটি।

বাংলাদেশের হয়েছে ১৫ হাজার আন্তর্জাতিক রান করতে পেরেছেন কেবল দুজন, তামিম ও মুশফিক। ১৪ হাজার ৬৯৪ রান নিয়ে সাকিব আল হাসান রয়েছেন তৃতীয়তে। ১০ হাজার ৬৯৪ রান করে দেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে ভারতের দেয়া ৫১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশের ওপেনাররা। তবে কম সময়ের মধ্যে জাকির, সাদমান, মুমিনুল সাজঘরে ফেরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান। ৬ উইকেটে বাংলাদেশের দরকার ৩৫৭ রান। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি