ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনলাইন বৈশাখী মেলার আয়োজন ৮ থেকে ১৪ই এপ্রিল

প্রকাশিত : ২২:৩৮, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ২২:৩৮, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

আগামী ৮ থেকে ১৪ই এপ্রিল প্রথমবারের মতো অনলাইন বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডট কম ডট বিডি এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ড সানসিল্ক। ৭ই এপ্রিল রাত ১২টায় দারাজ ডট কম ডট বিডিতে শুরু হবে এই মেলা। প্রথম বারের মতো ক্রেতারা অনলাইনে মেলা থেকে তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন। বৈশাখী মেলা চলার সময় মোবাইল ফোনে থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ, কম্পিউটার ও ল্যাপটপের উপর ৩৫ শতাংশ এবং ফ্যাশন ও এক্সেসরিজের উপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে। সবচেয়ে কম দামে সেরা পণ্যটি সরবরাহ করে ক্রেতাদের সন্তুষ্টি ও আস্থা অর্জন করাই লক্ষ্য বলে জানান দারাজের এমডি বেঞ্জামিন দু ফোউসিয়ে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি