ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ, পাশের হার ৮৭.৪১ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চতুর্থ বর্ষের এই পরীক্ষায় পাসের হার ৮৭.৪১ শতাংশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এই ফল প্রকাশ করা হয়। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের পরীক্ষায় সারাদেশে ২৯টি বিষয়ে ১ লাখ ২৫ হাজার জন পরীক্ষার্থী অংশ নেন। পাসের হার ৮৭.৪১ শতাংশ।

প্রকাশিত ফল এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল থেকে জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> roll লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকেও জানা যাবে। 

এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি