অনাস্থা ভোটের মুখোমুখি জ্যাকব জুমা
প্রকাশিত : ১৬:৩৪, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৫৭, ৮ আগস্ট ২০১৭
দুর্নীতি ও রুগ্ন অর্থনীতির কারণে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) ভেতরে সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
যে কারণে আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার এই প্রেসিডেন্টকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে। দেশটির পার্লামেন্ট সদস্যরা গোপন ব্যালটে এ ভোট দেবেন।
দেশটির বিরোধী দল আশা করছে, ক্ষুব্ধ এএনসি’র আইন প্রণেতারা জুমার ক্ষমতাচ্যুতিতে সহায়তা করতে পারেন।
ক্ষমতাসীন দল এএনসি পার্লামেন্টে গোপন ব্যালটে ভোট দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে দলটি আশা করছে, অনাস্থা ভোটের উদ্যোগটি ব্যর্থ হবে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটায় পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। পার্লামেন্ট অধিবেশনকে সামনে রেখে বেশ কয়েকটি বিরোধী দল কেপটাউনের জাতীয় পরিষদে বিক্ষোভের ডাক দিয়েছে।
সোমবার আকস্মিকভাবে গোপন ব্যালটে ভোটের সিদ্ধান্ত জানান পার্লামেন্টের স্পিকার। সূত্র: বাসস।
আর/ডব্লি্উএন
আরও পড়ুন