ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

অনির্দিষ্টকালের জন্য হাবিপ্রবি বন্ধ, হল ত্যাগের নির্দেশ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৬, ১৭ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:৪৬, ১৭ জুলাই ২০২৪

অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিকেল ৩টার মধ্যে ৮টি হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলে হয়, একাডেমিক কাউন্সিলের ৬৭তম (জরুরি) সভার সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের ৫৭তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ প্রকাশের পর শিক্ষার্থীরা  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ব্যবসায় শিক্ষা অনুষদের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, "কর্মবিরতিতে থেকে বন্ধের নোটিশ আসে কিভাবে? তাহলে কেনো আমাদের ক্লাস-পরীক্ষা বন্ধ করে এতোদিন বসিয়ে রাখা হলো? 

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি