ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের [ভিডিও]

প্রকাশিত : ১৬:৩৩, ২৪ নভেম্বর ২০১৮

অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এসব হুমকি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র সীমান্তে ভীড় বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের ভিড়।

উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধ অভিবাসনপ্রত্যাশী মানুষের ঢল। যদিও অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।

অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই হন্ডুরাসের নাগরিক। এছাড়া গুয়াতেমালা ও এল সালভাদোরের নাগরিকও রয়েছে। ভাগ্য বদলের স্বপ্নে বিভোর এসব মানুষের কেউ হেঁটে, কেউ বাসে কেউবা আবার কেউ ট্রাকে করে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল।

তবে যতোই মানবিক বিপর্যয় ঘটুক, এই অভিবাসীদের আশ্রয় দিতে নারাজ যুক্তরাষ্ট্র। কোনোভাবেই এদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে ট্রাম্প। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত সিলগালা করার ঘোষণা দিয়েছেন তিনি। এ মাসের শুরুতে মেক্সিকো সীমান্তে আরো ১৫ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।

তবে এ সব হুমকি-ধামকিতে কাজ হচ্ছে না। এখনও সীমান্তে অবস্থান করছে ২ হাজারেরও বেশি মানুষ।

ভিডিও:


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি