ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অনুমোদন ছাড়া অন্য দল থেকে আওয়ামী লীগে যোগদান করানো যাবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০৩, ২২ মে ২০১৭

কেন্দ্রের অনুমোদন ছাড়া অন্য দল থেকে আওয়ামী লীগে যোগদান করানো যাবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের আগে দলের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় সেবিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমন্ডলীর জরুরি বৈঠক হয়।

বৈঠকে জাতীয় নির্বাচন এবং ভিশন ২০২১ সামনে রেখে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনোদের সদস্যপদ নবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দলের মধ্যে যাতে বিভেদ না হয়, সেব্যাপারে সতর্ক থাকতে হবে।
সিংক: ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
এ’সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার টুইট বার্তারও সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, অপরাজনীতিকারীদের মুখে বড় কথা মানায় না।

আওয়ামী লীগে সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই বলেও কড়া হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি