ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার শুভসূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ১৫ জানুয়ারি ২০২২

আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৪০ রানে হারিয়ে শুভসূচনা করেছে শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাট করতে নেমে ২১৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। 

দলের হয়ে বড় ইনিংস খেলেন মিডেল অর্ডার ব্যাটার সাকুনা। ৪টি চার ও ৩টি ছক্কায় ৮৫ বলে ৮৫ রান করেন তিনি। এছাড়া, রাভেন ডি সিলভার ব্যাট থেকে আসে ৩০ রান। 

জবাবে শুরু থেকেই নড়বড়ে স্কটিশ ব্যাটিং লাইনআপ। লঙ্কানদের বোলিং তোপে ১৭৮ রানেই ইনিংস শেষ হয় তাদের। দলের হয়ে ৫টি উইকেট নেন দুনিথ হুয়িলালেজ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি