ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তারুণ্যের মিলন মেলায় অনুষ্ঠিত হলো `ই-ক্যাব ইয়ুথ ফোরাম` এর ইফতার মাহফিল-২০২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২৯ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

সম্প্রতি ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো তরুণ উদ্যোক্তাদের সংগঠন 'ই-ক্যাব ইয়ুথ ফোরাম' এর ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ই-ক্যাব এর সিনিয়র সহ সভাপতি সাহাব উদ্দিন শিপন, অর্থ সম্পাদক আসিফ আহনাফ এবং পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ তমাল, সাঈদুর রহমান ও অর্ণব মোস্তফা। এছাড়াও ই-ক্যাব এর অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনগুলোর অনেকেই উপস্থিত ছিলেন।

শতাধিক সদস্যের অংশগ্রহণে এই ইফতার মাহফিলে তরুণ উদ্যোক্তারা প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে এক টেবিলে খাবারের সুযোগ এবং কথোপকথনের মাধ্যমে তাদের সাথে নেটওয়ার্ক গড়ে তোলার একটি অনন্য সুযোগও পেয়েছে।  বিশেষ করে তরুণ উদ্যোক্তারা যারা প্রত্যন্ত গ্রাম ও বিভিন্ন বিভাগীয় শহর থেকে এসেছিলেন তারা তাদের নানাবিধ সমস্যা ই-ক্যাব ইয়ুথ ফোরামের কাছে তুলে ধরেছেন এবং ই-ক্যাব ইয়ুথ ফোরাম তাদের সমস্যাগুলো সমাধানের উপায়সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছে।

ইফতার মাহফিলে ই-ক্যাব ইয়ুথ ফোরামের সভাপতি রাকিব হাসান বলেন, বাংলাদেশের তরুণদের দক্ষতা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যার একটি দুর্দান্ত উদাহরণ ছিলো এই ইফতার মাহফিল। সেই সাথে আসছে ঈদে উদ্যোক্তারা যেনো তাদের পণ্য এবং সেবাগুলো সবার মাঝে পৌঁছে দিতে পারে, তাই তাদের ঈদের বোনাস হিসেবে ই-ক্যাব ইয়ুথ ফোরামের অফিসিয়াল ফেসবুক গ্রুপে প্রচারের সুযোগ প্রদান করা হবে। 

সবশেষে, ই-ক্যাব ইয়ুথ ফোরাম আয়োজিত এই ইফতার মাহফিলকে সাফল্যমন্ডিত করার জন্য সহযোগী প্রতিষ্ঠানসমূহকে ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের উপহার প্রদানের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি