ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: লড়াইয়ে টিকে রইলো যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২১ জানুয়ারি ২০২২

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সামনে হোঁচট খেলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলো টাইগার যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার কানাডাকে ৮ উইকেটে হারিয়ে সেই স্বপ্নের পথে আরেক পা বাড়ালো বাংলাদেশ দল।

টস জিতে আগে ব্যাট করতে নামে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের ধারালো বোলিংয়ের মুখে ৪৫ ওভার ব্যাট করে ১৩৬ রানেই গুটিয়ে যায় কানাডার ইনিংস। বল হাতে রিপন মন্ডল ও মেহেরাব হোসেন অহীন নেন ৪টি করে উইকেট। বাকি দুই উইকেট শিকার করেন আশিকুর জামান। 

জবাবে ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগার ওপেনার মাহফিজুল ইসলাম ফেরেন ১২ রানেই। ইফতেখার হোসেন ইফতির অর্ধশতক আর প্রান্তিক নওরোজ নাবিলের ৩৩ রানের ইনিংসের ওপর ভর করেই ৮ উইকেটের সহজ জয় পায় বাংলার যুবারা। 

দ্বিতীয় উইকেটে তাদের পার্টনারশিপ থেকে আসে ৭৬ রান। প্রান্তিক ৩৩ রানে আউট হন। তৃতীয় উইকেটে আইচ মোল্লার অপরাজিত ১৫ রানকে সঙ্গে নিয়ে ৮৭ রানে অপরাজিত এক ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন ইফতেখার হোসেন ইফতি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি