ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর্দা উঠছে কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৮ জানুয়ারি ২০২৪

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল ১৯ জানুয়ারি। উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। দুপুর ২টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে আয়োজক দক্ষিণ আফ্রিকা। একই সময় যুক্তরাষ্ট্র যুবাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

যুব ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় ১৫তম আসর এটি। এর আগে সমান একটি করে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিস। ২০১৪ সালে কুইন্টন ডি-ককদের হাত ধরেই এসেছিল বিশ্বকাপ। 

এবার আয়োজক হওয়ায় বাড়াতি সুবিধাও পাচ্ছে জুনিয়র প্রোটিয়ারা। দ্বিতীয় শিরোপা জয়ে তাই প্রথম ম্যাচ থেকেই সতর্ক আয়োজক দলটি। 

এদিকে, ২০১৬ সালের পর আবারও শিরোপার স্বাদ নিতে শুরু থেকেই জয়ে থাকতে চায় ওয়েস্ট ইন্ডিজ। 

দিনের অপর ম্যাচে আয়ারল্যান্ডকে চমক দেখাতে প্রস্তুত বাছাই পর্বে চমক দেখানো যুক্তরাষ্ট্র।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল শ্রীলংকার। কিন্তু সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। এজন্য যুব বিশ্বকাপ আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে বাংলাদেশ। ১৬ দলের এই আসরে গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি