ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অনেক সীমাবদ্ধতার কারনে পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না- পুলিশের মহাপরিদর্শক

প্রকাশিত : ১৯:১৬, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ২১:০৪, ২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

অনেক সীমাবদ্ধতার কারনে পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। পুলিশ ও গনমাধ্যমের পেশাগত সম্পর্ক ও পারস্পরিক প্রচেষ্টার মধ্যদিয়ে টেকশই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের কর্মকর্তারা। পুলিশের সঙ্গে গনমাধ্যমের সম্পর্ক, সামাজিক সমস্যা সমাধানের অন্যতম উপায় বলে জানান গনমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজ। জননিরাপত্তা বিধানে পুলিশ ও গনমাধ্যমের ভুমিকা বিষয়ক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সকালে রাজধানীর একটি হোটেলে জননিরাপত্তা বিধানে পুলিশ ও গনমাধ্যমের ভুমিকা বিষয়ক আলোচনার আয়োজন করে ঢাকা মেট্রো পলিটন পুলিশ। আলোচনার প্রথম পর্যায়ে পুলিশের কর্মকর্তারা তুলে ধরেন পুলিশ ও গনমাধ্যমের সম্পর্ক, পরস্পর নির্ভরশীলতা আর পেশাগত দক্ষতার। গনমাধ্যমে প্রচারিত সমাজের অসংগতি ও অন্যায়ের তথ্য চিত্র পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ন পদক্ষেপ নিতে সহায়তা করার কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইনিসপেক্টার জেনারেল। আলোচনার দ্বিতীয় ধাপে একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সুশীল সমাজ ও গনমাধ্যমের ব্যক্তিরা জননিরাপত্তা বিধান নিয়ে আলোচনা করেন। আলোচনায় পুলিশ ও গনমাধ্যমকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান বক্তারা। পুলিশের বৈধ অস্ত্র আর সাংবাদিকে কলম যাতে অবৈধ পথে না চলে, সে আ্হ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। কাজের গুনগত মান বাড়িয়ে পরিবর্তনের পথে হাটতে গনমাধ্যমের সহায়তা আশা করেন পুলিশ কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি