ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনেকগুলো ট্যাব খোলা রাখলেও ‘স্লো হবে না’ ক্রোম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১২:৫৪, ১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ছাড়া চলা এক কথায় অসম্ভব। আর যারা নিয়মিত কম্পিউটার ও ইন্টারনেটে কাজ করেন তাদের ক্ষেত্রে ব্রাউজার ব্যবহার খুবই জরুরী একটি বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায়- এই ব্রাউজার ব্যবহারে কিছু সমস্যা এসে সামনে উপস্থিত হয়। বিশেষ করে যারা বেশ কিছু ট্যাব খুলে কাজ করেন। তাদের একটাই অভিযোগ অনেক বেশি ট্যাব খুললে ব্রাউজার স্লো হয়ে যায়। এবার সেই সমস্যা সমাধানের ঘোষণা দিয়েছে গুগল।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, এবার তারা নতুন ফিচার এবং আপডেট আনছে এ সমস্যা সমাধানে। যারা কয়েক ডজন ট্যাব খুলে কাজ করেন নতুন আপডেটে তাদের ব্রাউজার ১০ শতাংশ ফাস্ট হবে।

ক্রোমের পরিচালক অ্যালেক্স আইনস্টি ব্লগপোস্টে বলেন, ‘এই সময়ে মানুষ ব্রাউজারে বেশি সময় কাটাচ্ছেন। যার কারণে একসঙ্গে অনেক ট্যাব খুলে তাদের কাজ করতে হয়। কিন্তু এতে অনেক সময় ব্রাউজারের গতি কমে যায়। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

একই সাইটের অনেকগুলো পেজ খুলে রাখলে প্রিভিউতে সব পেজই এক রকম মনে হয়। গুগল এখানেও পরিবর্তন আনার কথা জানিয়েছে। পেজগুলোর পার্থক্য যেন সহজে বোঝা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

ব্রাউজারের সমস্যা এড়াতে নতুন আপডেট এবং ফিচার সামনের কয়েক সপ্তাহে ধীরে ধীরে প্রকাশ করা হবে।
সূত্র : সিএনএন
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি