ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অন্তঃসত্ত্বা এষার দ্বিতীয়বার বিয়ে…

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মা হতে চলেছেন এষা দেওল। বৃহস্পতিবার মুম্বাইয়ে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে তাঁর বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই সিন্ধি পরিবারের রীতি মেনে স্বামী ভরত তখতানিকে ফের বিয়ে করলেন এষা। সিন্ধি পরিবারের চল অনুযায়ী বেবি শাওয়ারের দিন হবু মা ফের বিয়ে করেন তাঁর স্বামীকে। সেই রীতি মেনেই ভরতের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হল এষার।


এ দিন তখতানি পরিবার ইস্কনে এই বিয়ের আয়োজন করে। মা হেমামালিনী ও বোন অহনার সাহায্যে তিন পাক ঘোরেন নায়িকা। জয়া বচ্চন, ডিম্পল কাপাডিয়ার মতো বলিউড তারকারা উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে।   


অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এষা। গণমাধ্যমকে এষা বলেন, প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার খুব মুড সু্ইং করে। ভরত খুব যত্ন নিয়ে আমাকে সামলাচ্ছে। ও খুবই প্রোটেকটিভ। ভরত আমার সবচেয়ে বড় সমালোচকও বটে। সব কিছুতেই ও আমাকে খুব উৎসাহ দেয়। সত্যিই জীবন খুব সুন্দর।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি