ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

অপরিশোধিত ৮ কোটি টাকা ভ্যাট জমা দিল পূবালী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৮ অক্টোবর ২০২০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা সংস্থার নিরীক্ষায় উদঘাটিত অপরিশোধিত ৮ কোটি টাকা ভ্যাট জমা দিয়েছে পূবালী ব্যাংক।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পূবালী ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে। ভ্যাট গোয়েন্দারা নিরীক্ষার মাধ্যমে এ টাকা দাবি করেছিল।

ভ্যাট গোয়েন্দা সংস্থার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাট গোয়েন্দা পূবালী ব্যাংকের ২০১৭-১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায় বিভিন্ন খাতে ৭ দশমিক ৯০ কোটি টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে। এই অনিয়মের মধ্যে রয়েছে নিয়মবহির্ভূত রেয়াত ৩৭ দশমিক ৪১ লাখ টাকা। বিভিন্ন খাতে উৎসে ভ্যাট কর্তন করলেও তা জমা দেওয়া হয়নি এমন ৬ দশমিক শূন্য ৫ কোটি টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২ শতাংশ হারে সুদ বাবদ ১ দশমিক ৪৫ কোটি টাকা।

ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল কর্তৃক দাবি উত্থাপনের পর্যায়ে পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে আজ ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে।

ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে এই নিরীক্ষা সম্পন্ন হয়।

এর আগেও পূবালী ব্যাংক ভ্যাট গোয়েন্দার নিরীক্ষণে উদঘাটিত ১২ দশমিক ৩০ কোটি টাকার ভ্যাট সরকারি কোষাগারে পরিশোধ করেছিল।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি