ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪

অপহরন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ঢাকায় আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ২ জুলাই ২০২৪ | আপডেট: ১৮:০৪, ২ জুলাই ২০২৪

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে অপহরন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত  এবং পলাতক  আসামী মনির কাজী’কে  গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সূত্র জানিয়েছে, গতকাল সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানার সংগীত কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মঙ্গলবার দুপুর সোয়া ২ টায়  র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল  এসব তথ্য জানান। তিনি জানান, আটক আসামীর নাম  মোঃ মনির কাজী (৪৩)। বরিশাল জেলার গৌরনদী থানারন নাঠৈ গ্রামের কাজী মোঃ হাবিবুর রহমানের পুত্র।

তার বিরুদ্ধে বরিশালের আগৈলঝাড়া থানায় ২০০৮ সালে পেনাল কোড আইনে  একটি জিআর মামলা রয়েছে। আটককৃত মনির অপহরণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘদিন যাবত পলাতক আসামী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী ওই  মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে অকপটে স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি