ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

অপারেশন টেবিলে অন্ত:সত্ত্বাকে রেখে ডাক্তারদের তর্কাতর্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৩১ আগস্ট ২০১৭

অপারেশন থিয়েটারের টেবিলে অন্ত:সত্ত্বা এক নারী। কিন্তু তাকে সেই অবস্থায় রেখে দুই ডাক্তার ভীষণ তর্কতর্কি চালিয়ে যাচ্ছেন। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের উমেইদ হাসপাতালে। খবর  বিবিসির।


হাসপাতালে দুই ডাক্তারের এই কান্ড সামাজিক যোগাযোগে ফাঁস হয়ে যাওয়ার পর তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।


ওই দৃশ্য ইন্টারনেটে ফাঁস হওয়ার পর ব্যাপকভাবে শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। ডাক্তারের এ আচরণ সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি করে।


তবে উমেইদ হাসপাতালের একজন ডাক্তার জানান, যে অন্ত:সত্ত্বা নারীর সন্তান জন্ম দেওয়ার সময় এই ঘটনা ঘটে, তিনি এবং তার নবজাতক শিশু সুস্থ আছেন।


যদিও ভিডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। তবে একজন কর্মকর্তা জানান, হাসপাতালেরই কেউ এটি প্রকাশ করে।


শুরুতে কোন কোন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছিল যে ছবিতে যে অন্ত:সত্ত্বা মহিলাকে দেখা যাচ্ছে, তার জন্ম দেয়া শিশুটি শেষ পর্যন্ত বাঁচেনি।


কিন্তু যোধপুরের উমেইদ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. রঞ্জনা দেশাই জানিয়েছেন, যে দুজন ডাক্তারকে ভিডিওতে তর্ক করতে দেখা যাচ্ছে, তারা পরস্পরকে অপমানসূচক কথাবার্তা বলছিলেন। অন্ত:সত্ত্বা নারী অপারেশনের আগে কিছু খেয়েছিলেন কিনা, সেটা নিয়ে তারা তর্ক করছিলেন।
আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি