ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অপারেশন ডেভিল হান্টে আরও ৬১৮ জন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ২১ দিনে এ নিয়ে মোট ১১ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হলো ডেভিল হান্ট অপারেশনে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৭৮৬ জনকে। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪০৪ জন।

এআইজি ইনামুল হক সাগর জানান, দুটি টিপ ছোরা, লোহার রড একটি, দেশীয় এলজি একটি, কার্তুজ একটি, ছুরি একটি, চাকু চারটি ও একটি সুইচ গিয়ার উদ্ধার হয়।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি