ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে এক হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে শনিবার দুপুর পর্যন্ত ১৭ দিনে অপারেশন ডেভিল হান্টে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে ১টি পুরাতন বিদেশি পিস্তল, ১টি এলজি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি শটগানের কার্তুজ, ১টি ধারালো চাপাতি, ১টি ধারালো বটি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি