ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘অপারেশন সুন্দরবন’ দেখলে পাবেন আইফোন ১৪!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এ সিনেমা দেখে দর্শকের ‘আইফোন-১৪’ জেতার কথা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। মোট ২০ জন দর্শককে দেয়া হবে এ পুরুস্কার।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে সিনেমাটির প্রিমিয়ারে এ ঘোষণা দেয়া হয়। সেই সঙ্গে জানানো হয়, ‘লটারির মাধ্যমে বিজয়ী ২০ ভাগ্যবানকে আইফোন দেয়া হবে। যারা সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখবেন, তারা টিকিটের পেছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দেবেন। ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওইদিন লটারির মাধ্যমে ২০ জনকে আইফোন দেয়া হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে সিনেমার টিজারে ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’౼এমন সংলাপ দেখে অনেকেই চমকে যান। আর সেখান থেকেই সিনেমাটির জন্য দর্শকরা মুখিয়ে আছেন। দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার অপারেশন সুন্দরবন ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) মুক্তি পাচ্ছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র‌্যাবের যে দুঃসাহসিক অভিযান, সে ঘটনা নিয়েই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

সিনেমাটি দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে- ঢাকা স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাব, গীত সিনেমা, বি.ডি.আর (পিলখানা), নারায়ণগঞ্জ সিনে স্কোপ, কেরানীগঞ্জ লায়ন সিনেমাস, সিলেট গ্র্যান্ড সিনেপ্লেক্স, চট্টগ্রাম সিলভার স্ক্রিন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেমা, সিরাজগঞ্জ রুটস সিনেক্লাব, বগুড়া মধুবন সিনেপ্লেক্স, কাঁচপুর চাঁদমহল সিনেমা, নারায়ণগঞ্জ নিউমেট্রো সিনেমা, জয়দেবপুর বর্ষা সিনেমা, সাভার চন্দ্রিমা সিনেমা, সেনা অডিটোরিয়াম (নবীনগর), শেরপুর সত্যবতী, খুলনা শঙ্খ, লিবার্টি, ময়মনসিংহ ছায়াবাণী, রংপুর শাপলা, বরিশাল অভিরুচি, যশোর মণিহার, কিশোরগঞ্জ আনন্দ।

সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি