ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপু বিশ্বাসের ছেলে জয়কে নিয়ে গুজব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২১, ১৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ কয়েক বছর গোপন রাখার পর চলতি বছর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করেন অপু। আর সম্প্রতি শাকিব-অপুর শিশুসন্তান আব্রাম খান জয় সিনেমায় অভিনয় করছেন, এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে।
এ বিষয়ে অপু বলেন, ‘আসলে সংবাদটি একেবারেই মিথ্যা। ছেলেকে এ মুহূর্তে অভিনয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্তি প্রকাশ করেন অপু।’
সম্প্রতি হয়ে গেল অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘কাঙ্গাল’র মহরত। বদিউল আলম খোকন পরিচালিত ‘কাঙ্গাল’ সিনেমার মহরত শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান অপু। এসময় তিনি সিনেমায় ফেরা, শাকিব খানের সঙ্গে সংসার ও সন্তানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘কাঙ্গাল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন সিনেমায় অপুর সঙ্গে আরও অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী ও ডিএ তায়েব।
আগামী বছরের শুরুতে এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি