ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপুর বাসায় তালা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৫৫, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আজ সোমবার বিকাল থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নিকেতনের বাসায় তালা ঝুলছে। তিনি কোথায় আছেন তাও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

‘ভেঙে গেল শাকিব-অপুর সংসার’- এমন খবর চাউর হওয়ার পরপরই বিকাল থেকে গণমাধ্যমকর্মীরা অপুর বাসায় ভিড় জমাতে থাকেন। কিন্তু অপু বিশ্বাস বাসায় না থাকায় এ সংবাদ লেখা পর্যন্ত কেউই তার বক্তব্য নিতে পারেন নি।

অপুর ঢাকার নিকেতনের বাসায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষী মিলন মিয়া জানান, অপু বিশ্বাস বিকালে গাড়ি নিয়ে বের হয়েছেন। এরপর আর ফেরেননি। তার বাসাও তালাবদ্ধ রয়েছে। 

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব-অপু গোপনে বিয়ে করেন। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। এরপর শাকিবের অমতেই তিনি বিয়ে ও সন্তানের কথা জনসম্মুখে প্রকাশ করেন।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি