ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপুর মুঠোফোনে রোজ শত শত অনাকাঙ্ক্ষিত কল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রতিদিন শত শত অনাকাঙ্ক্ষিত ফোন কল আসে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের মুঠোফোনে। এরপর বাধ্য হয়েই নিজের দীর্ঘদিনের ফোন নম্বরটি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অপু।


দীর্ঘদিন ধরে একটি ফোন নম্বরই ব্যবহার করতেন অপু বিশ্বাস। প্রযোজক-পরিচালক থেকে শুরু করে সহকর্মীদের সঙ্গে এই নম্বর দিয়েই যোগাযোগ করতেন।


অপু বলেন, কে বা কারা আমার নম্বরটি পাবলিক করে দিয়েছে। ফলে প্রতিদিনই শত শত অনাকাঙ্ক্ষিত কল আসে। নিজেদের ভক্ত পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে। রাত নেই দিন নেই, কলের যন্ত্রণায় আমি বিরক্ত। জয়কে (ছেলে) ঘুম পাড়ানোর সময়টাও রেহাই পাই না। এ অবস্থায় নম্বর পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় দেখি না।  


মাঝে মাঝে অবশ্য পুরাতন নম্বরটি খুলবেন অপু। হয়তো নতুন নম্বর না জেনে অনেকে পুরনো নম্বরে যোগাযোগের চেষ্টা করবেন। মেসেজও দেবেন। সেগুলোর উত্তর তো দিতে হবে! তবে আপাতত অনাকাঙ্ক্ষিত ফোন কলগুলো এড়ানোই মুখ বিষয়- এমনটাই জানালেন এই অভিনেত্রী।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি