ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১ জুন ২০১৮

ক্লে-কোর্টের রাজা আছেন স্ব-মেজাজেই এবং ১১ নম্বর ফরাসি ওপেন খেতাব জেতার দিকে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন রাফায়েল নাদাল।

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে অবাছাই জুইদো পেলাকে উড়িয়ে দিলেন স্প্যানিশ তারকা। জিতলেন ৬-২, ৬-১, ৬-১। যে গতিতে তিনি এগোচ্ছেন তাতে বেশ সন্তুষ্ট নাদাল। ম্যাচের পরে তিনি বলেছেন, ম্যাচটা দারুণ হল। নিজের খেলায় খুশি।

তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ রিচার্ড গাস্কে, যিনি তার খুব ভাল বন্ধুও। নাদাল বলেন, ওকে আমি ১১-১২ বছর বয়স থেকে চিনি। আমরা খুব ভাল বন্ধু। আমার কাছে ফিলিপ শঁতিয়ে কেরিয়ারে সব চেয়ে গুরুত্বপূর্ণ কোর্ট, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। ওর জন্যও এই কোর্টটা বিশেষ।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি