ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অপ্রতিরোধ্য সানরাইজার্স, বড় ব্যবধানে হারল রাজস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সানরাইজার্স হায়দরাবাদ যেন থামতেই জানে না! গত মৌসুমের ফাইনালিস্টরা নতুন আসরেও দেখিয়ে দিল নিজেদের শক্তিমত্তা। রোববার (২৩ মার্চ) ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়ে আইপিএল ২০২৫-এর যাত্রা শুরু করল হায়দরাবাদ।

প্রথমে ব্যাট করে ঈশান কিষাণের বিধ্বংসী সেঞ্চুরিতে ২৮৬ রান তোলে হায়দরাবাদ। জবাবে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারেনি রাজস্থানকে, ২৪২ রানে থামতে হয় তাদের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। মাত্র ৩ ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ৪৫ রান! যদিও ১১ বলে ২৪ রান করে অভিষেক থিকশানার শিকার হলে ভাঙে উদ্বোধনী জুটি।

তবে রান তোলার গতি কমাননি হেড। পাওয়ারপ্লে-তেই হায়দরাবাদ তুলে নেয় ৯৪ রান। ৩১ বলে ৬৭ রান করে আউট হন হেড। এরপর ঈশান কিষাণের সঙ্গে নিতিশ কুমার রেড্ডীর ৭২ রানের জুটি দলকে নিয়ে যায় দুইশোর কাছাকাছি।

শেষদিকে হেনরিখ ক্লাসেনের ১৪ বলে ৩৪ রানের ক্যামিও এবং ঈশান কিষাণের বিস্ফোরক সেঞ্চুরিতে ২৮৬ রানে থামে হায়দরাবাদ। মাত্র ৪৭ বলে ৬ ছক্কা ও ১১ চারে ১০৬ রানে অপরাজিত থাকেন ঈশান।

২৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। দ্বিতীয় ওভারেই জয়সওয়াল ও অধিনায়ক রায়ান পরাগকে হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ৫০ রানের মাথায় বিদায় নেন নিতীশ রানা।

তবে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল মিলে লড়াই জমিয়ে তোলেন। চতুর্থ উইকেটে তারা গড়েন ১১১ রানের দুর্দান্ত জুটি। বিধ্বংসী ব্যাটিং করে স্যামসন ৩৭ বলে ৬ ছক্কা ও ৭ চারে ৬৬ রান করেন, আর জুরেল ৩৫ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৭০ রান করেন।

কিন্তু তাদের বিদায়ের পর আর পেরে ওঠেনি রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে ২৪২ রানেই থেমে যায় তাদের ইনিংস, হায়দরাবাদ জিতে নেয় ম্যাচ ৪৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর
সানরাইজার্স হায়দরাবাদ: ২৮৬/৬ (ঈশান কিষাণ ১০৬*, ট্রাভিস হেড ৬৭, ক্লাসেন ৩৪)
রাজস্থান রয়্যালস: ২৪২/৬ (ধ্রুব জুরেল ৭০, সঞ্জু স্যামসন ৬৬, সিমারজিত সিং ২/৪১)

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি