ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

অবতরণ করা বিমানটিকে ছিনতাইয়ের চেষ্টা করা হয়

প্রকাশিত : ১৯:১০, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামে জরুরি অবতরণ করানো বিমানটিকে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিলো বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছে। বিমানে থাকা একজন সন্দেহভাজন বিদেশি যাত্রী এঘটনা ঘটনোর চেষ্টা করেন।

সূত্র জানায়, বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার সময় শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

যাত্রীরা জানায়, ভেতরে থাকা একজন বিদেশি যাত্রী পাইলটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরেন। পরে তিনি অস্ত্র বের করে পাইলট ও ক্রুদের জিম্মী করেন। পরে পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে বিমানটি অবতরণ করাতে সক্ষম হন।

আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী সব যাত্রীদের বের করে আনতে পারলেও, ক্রু ও জিম্মীকারিরা এখনো বিমানের ভেতরে আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বর্তমানে আইনশৃংখলা বাহিনী বিমানটি ঘিরে রেখেছেন। তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।

শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি