ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে র‍্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৩০ অক্টোবর ২০২৩

আগামীকাল ৩১ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের দিনের জন্য দেশব্যাপী অবরোধ মধ্যে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাবের তিন শতাধিক টহল দল সারাদেশে মোতায়েন থাকবে।

আজ সোমবার র‌্যাব সদর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস এর ১৫টি ব্যাটালিয়নের ৩ শতাধিক টহল দল নিয়োজিত থাকবে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারী কার্যক্রম চলমান থাকবে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সাথে সাথে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব ফোর্সেস এর স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‌্যাব ফোর্সেস সার্বক্ষণিক দেশব্যাপী নিয়োজিত থাকবে।

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি