ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। 

পরের দিন ৩১ আগস্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ঘরের মাঠের লঙ্কানরা। বাংলাদেশের পরের ম্যাচটি খেলতে হবে পাকিস্তানের লাহোরে। ৩ সেপ্টেম্বর ঐ ম্যাচে টাইগারদের মোকাবেলা করতে হবে আফগানিস্তানকে। 

সুপার ফোরে উঠলে আরও তিনটি ম্যাচ পাবে বাংলাদেশ। আর ফাইনালে উঠলে এই চারটিসহ সবমিলিয়ে ৬টি ম্যাচ পাবে টাইগাররা। 

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে।

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।

এশিয়া কাপের সূচি :
গ্রুপ পর্ব :
৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর

সুপার ফোর :
৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো

ফাইনাল :
১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি