ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

অবশেষে চেলসির মাঠে মেসির গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০১৮

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়  লিওনেল মেসি। যার বাঁ পায়ের জাদুতে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে একের পর এক গোল  করে যাচ্ছেন। এই মেসিই চেলসিকে পেলে গুটিয়ে যান। আটবারের খেলায় কোন গোলের দেখা পাননি।

তার সেই আক্ষেপের অবসান ঘটল। চেলসির বিপক্ষে অবশেষে গোলের দেখা পেলেন মেসি। শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলেই ইংলিশ ক্লাবটির মাঠ থেকে স্বস্তির ম্যাচটি ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বার্সার পরিসংখ্যান ভালো না হলেও মঙ্গলবার ম্যাচে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বার্সেলোনা। তবে ধারার বিপরীতে ৬২ মিনিটে উইলিয়ানের গোলে লিড নেয় চেলসি। তাদের এ গোলের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক সমর্থকরা।

ম্যাচের ৭৫ মিনিটে অভিজ্ঞ ইনিয়েস্তার সহায়তায় গোল করেন লিওনেল মেসি। সমতায় ফেরে বার্সা। চেলসির হয়ে এটিই প্রথম গোল মেসির। শেষ পর্যন্ত ম্যাচে আরো গোল হয়নি। ড্র নিয়ে তাই শেষ হয়েছে হাইভোল্টেজ এ লড়াই।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি