ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

অবশেষে জার্সি বদলাতে বাধ্য হচ্ছে বিসিবি

প্রকাশিত : ২২:০৯, ৩০ এপ্রিল ২০১৯

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলের সবুজ জার্সিতে লালের বিন্দুমাত্র ছোঁয়া না থাকা, আর গাঢ় সবুজের জায়গায় হালকা সবুজ রং ব্যবহার করায় সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে, জার্সির ডিজাইন ও রঙ নিয়ে সমর্থকদের তুমুল আলোচনা-সমালোচনার মুখে অবশেষে টাইগারদের জার্সি বদলাতে বাধ্য হচ্ছে বিসিবি। নতুন জার্সিতে সবুজের পাশপাশি যোগ হয়েছে লাল রঙ।

মঙ্গলবার জার্সি বদলানোর কথা নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বিকালে বিসিবি প্রধানের বেক্সিকো অফিসে নতুন জার্সির ডিজাইন দেখানো হয়। নতুন জার্সির বুকের মধ্যে বাংলাদেশ লেখার ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে লাল। দুই বাহুতেও রাখা হয়েছে লাল রঙ।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার পর জার্সি বদলের সিদ্ধান্ত নিয়ে আইসিসির কাছে অনুমোদন চেয়েছিল বিসিবি। সে অনুমোদন পাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের লাল-সবুজের মিশেলে নতুন জার্সি চূড়ান্ত করা হয়েছে। যদিও বিসিবি প্রধান নাজমুল হাসান বলছেন সমালোচনা নয়, তাদের পছন্দ না হওয়াতেই সুযোগ থাকায় বদল করা হয়েছে এই জার্সি।

বিসিবি প্রধান জানিয়েছেন, বিশ্বকাপে এটাই থাকবে বাংলাদেশের মূল জার্সি। এছাড়া বিকল্প জার্সি হিসেবে আরেক নির্বাচন কর লাল রঙের জার্সিটিও থাকছে। এই পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র অনুমোদনও নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, জার্সি উন্মোচনের সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি তখনই বলেছিলাম এটা আমি আগে দেখিনি। এই প্রথম দেখছি। আমাকে যখন প্রশ্ন করা হয় তখনই সন্দেহ জাগে এই প্রশ্ন কেন, পরে গিয়ে দেখলাম যে সবুজের মধ্যে কোথাও লাল নেই। আরেকটা জার্সি যেটাতে লাল-সবুজ আছে। আমি বলেছি লালটা রেখে সবুজটা এখনই বদলাতে হবে। যাই হোক, ভুল করেছে ওরা। বিকেলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জার্সিটা বদলে দেবো।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বললেন, সবুজ জার্সির নকশায় কিছুটা পরিবর্তন আনা হবে। সেখানে লাল রঙ নেই, এখন লাল রং রাখা হবে।

সোমবার উন্মোচন করা হয় ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। কিন্তু এই জার্সি নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগার সমর্থকদের বড় একটা অংশ। সামাজিক যোগাযোগের মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা।

কেউ কেউ বলছেন, এই জার্সির সঙ্গে আয়ারল্যান্ড ও পাকিস্তানের জার্সির মিল আছে। বিশ্বকাপে বাংলাদেশের জার্সির রং গাঢ় এবং হালকা সবুজ। পুরো জার্সিতে কোথাও লাল রং নেই। আর এতেই ক্ষেপেছেন সমর্থকরা। অনেকে এই জার্সির সঙ্গে তুলনা করছেন আয়ারল্যান্ড আর পাকিস্তানের জার্সির। ফেসবুকে অনেকে অনেক রকম মন্তব্য করছেন।

বিশ্বকাপে বাংলাদেশের দুটি জার্সির ডিজাইন করা হয়। অ্যাওয়ে জার্সি পুরোটাই লাল। তবে সামনে বাংলাদেশ লেখায় ও বাহুতে আছে সবুজের মিশেল। কিন্তু হোম জার্সিতে আছে কেবলই সবুজ, নেই লাল রঙের মিশেল। ওই জার্সি পরেই গতকাল (সোমবার) অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমালোচনা মুখর হয়ে উঠেন। পাকিস্তানের জার্সির সঙ্গে মিল খুঁজে চলতে থাকে জার্সি বদলের দাবি।

তবে, বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ত্ব পাওয়া ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’ কোম্পানিটির কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, জার্সি তৈরিতে তাদের সম্পৃক্ততা ছিল না। নতুন করে জার্সি তৈরি করা হবে কিনা এ ব্যাপারেও তিনি অবগত নন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি