ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

অবশেষে টস জিতলেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ৫ নভেম্বর ২০২১

ক্যাপ্টেন কোহলি

ক্যাপ্টেন কোহলি

জন্মদিনে ভাগ্য সুপ্রসন্ন। অবশেষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতলেন বিরাট কোহলি। স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক। সুতরাং দুবাইয়ে আজ রান তাড়া করবে ভারত।

প্রথমে ব্যাট করলে নেট রান-রেট বাড়িয়ে নেয়ার বাড়তি সুযোগ থাকে। যদিও কোহলি সম্ভবত জয় নিশ্চিত করতেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন। তিনি পরে ব্যাট করতে চাওয়ার কারণ হিসেবে শিশিরের কথাও উল্লেখ করেন। 
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শেষ ৬টি ম্যাচেই টস হেরে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। সেদিক থেকে টস হারের ধারা কাটল বলা যায়।

এদিকে, সেমিফাইনালের টিকিট হাতে পাওয়ার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হচ্ছে নিউজিল্যান্ডের শেষ ম্যাচটি হারার দিকে। কিউয়িরা না হারলে ভারতের পক্ষে শেষ চারের টিকিট হাতে পাওয়া সম্ভব নয়। তবে শেষ দিন পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রাখতে ভারতকে সুপার লিগের শেষ দুটি ম্যাচে জিততেই হবে। 

যদিও শুধু জিততে হবে বলা ভুল, বরং বড় ব্যাবধানে জিতে নেট রান-রেট বাড়িয়ে নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে যেমন বড় জয় তুলে নেন কোহলিরা, ঠিক তেমনিভাবে স্কটল্যান্ডকেও দাপটের সঙ্গে হারাতে পারলে অঘটনের আশায় বসে থাকা ভারতের সম্ভাবনা বাড়বে সন্দেহ নেই। 

যদিও স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তারা প্রথম রাউন্ডে বাংলাদেশকে হারিয়েছে। সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছে ১৬ রানে হারলেও কঠিন টক্কর দিয়েছে। তাছাড়া তাদের হারানোরও কিছুই নেই। 

বরং ভারতের মতো সেরা দলের বিরুদ্ধে জিততে পারলে সেটাই হবে বিশ্বকাপে তাদের সেরা প্রাপ্তি। সুতরাং তারা ভারতকে হতাশ করার মরিয়া প্রয়াস চালাবে নিশ্চিত। তবে ভারত এই ম্যাচে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামে। তারা শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে ফেরায় বরুণ চক্রবর্তীকে।

স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েৎজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, অ্যালাসডায়ার ইভান্স, সাফিয়ান শরিফ ও ব্র্যাড হোয়েল।

ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি