ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অবশেষে পাকিস্তানে সরকার গঠনে অচলাবস্থা কাটলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানে সরকার গঠনে অচলাবস্থা অবশেষে কাটলো। কয়েক দিনের দফায় দফায় দর-কষাকষির পর আনুষ্ঠানিকভাবে জোট সরকার গঠনে একমত হয়েছে পাকিস্তান মুসলিম লিগ-পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি।

মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ ঘোষণা দেন। 

তিনি জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন পিএমএল-এন নেতা শেহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট হচ্ছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। 

সরকার গঠন নিয়ে মঙ্গলবার সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পিএমএল-এন এবং পিপিপির নেতারা। সেখানে জোট সরকার গঠনের বিভিন্ন শর্তগুলো নিয়ে আলোচনা করেন তারা। এরপর এ সিদ্ধান্তে উপনীত হয় এই দুই দল।

আগামী সপ্তাহে সংসদে ভোটাভুটির মধ্য দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। বিলাওয়াল ভুট্টো জানান, এরজন্য সংসদে প্রয়োজনীয় ভোট তাদের রয়েছে। 

তবে নতুন সরকারের অন্য গুরুত্বপূর্ণ পদে কারা থাকবেন তা এখনও স্পষ্ট নয়। 

এদিকে পিএমএল-এন ও পিপিপির সরকার গঠনের কড়া সমালোচনা করেছে ইমরান খানের দল পিটিআই। 

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বানে সর্বোচ্চ ৯২টি আসন পায় পিটিআইয়ের স্বতন্ত্ররা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫টি আসন পায় পিএমএলএন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৪টি আসন পায় পিপিপি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি