ঢাকা, মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ৫ জানুয়ারি ২০২৫ | আপডেট: ০৯:৩০, ৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামী মেজর ডালিম এবার প্রকাশ্যে এলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে রবিবার ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শিরোনামের এক লাইভে যুক্ত হোন তিনি।

লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল যে মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। 

এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দেন।

তিনি পোস্টে লিখেন, রোববার রাত নয়টায় ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছি৷ সারাজীবন যার অপেক্ষায় ছিলাম কাল তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে৷ নিরাপত্তার স্বার্থে পরিচয় দিচ্ছি না৷ চোখ রাখুন এই পেইজে৷

মেজর ডালিম কোন দেশে অবস্থান করছেন সেটি স্পষ্ট নয়। হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন সময় মেজর ডালিমকে ফিরিয়ে নিয়ে সাজা কার্যকর করার কথা বলেছেন। কিন্তু তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মেজর ডালিমের অবস্থান নিশ্চিত করতে পারেননি। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি