ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

অবশেষে ফিরলেন আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ৮ ডিসেম্বর ২০১৮

এশিয়া কাপে দল থেকে বাদ পড়লেও পাকিস্তান টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সিরিজের পাকিস্তান দলে আমির ছাড়াও ফিরছেন লেগ স্পিনার শাদাব খান এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

এশিয়া কাপে দলের হয়ে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে লড়াই চালিয়ে যাচ্ছিলেন আমির। সেখানে সফল হওয়াতেই দলে ফেরার ডাক পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ইনজুরি হানায় কয়েকজন মূল তারকা ক্রিকেটারকে ছাড়াই দল সাজাতে হচ্ছে পাকিস্তানকে।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড:
ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসউদ, আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি