ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

অবশেষে বিজিএমইএ ভবন স্থানান্তর (ভিডিও)

প্রকাশিত : ১২:৪৫, ২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৫৮, ২ এপ্রিল ২০১৯

অবশেষে হাতিরঝিল থেকে উত্তরায় স্থানান্তরিত হচ্ছে বহুল আলোচিত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের কার্যালয় বিজিএমইএ ভবন।

আগামীকাল বুধবার ভিডিও কনফরান্সের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ই এপ্রিল থেকে নতুন কার্যালয়ে অফিস করবেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

তৈরী পোষাক শিল্পে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৪০ লক্ষাধিক শ্রমিকের। ২০১৭-১৮ অর্থ বছওে এখাতে রপ্তানী হয় ৩০ বিলিয়ন ডলার। সামগ্রীক রপ্তানীতে তৈরি পোষাকের একক অবদান ৮৩ শতাংশ।

এত সাফল্য অর্জনকারী মালিকদের প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন নিয়ে আছে নানা বিতর্ক। রাজধানীর কারওয়ান বাজারের নির্মিত এই ভবনের অনুমোদনে ত্রুটির পাশাপাশি অভিযোগ আছে পরিবেশ নিয়েও। তাই ভবনটি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এই অবস্থায় রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে সাড়ে ৫বিঘা জমির উপর বিজিএমইএর এই নতুন ভবনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবনের নির্মাণ খরচ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা ।

নতুন ভবনটি পুরোপুরি তৈরি না হলেও আদালতের কাছে মুচলেকা দেয়ায় এখনি হাতিরঝিল ছাড়ার বিকল্প নেই বলছেন বিজিএমইএ সভাপতি।

পুরাতন ভবন বা এর সরঞ্জামের কি হবে, এমন প্রশ্নের তেমন উত্তর দেননি বিজিএমইএ সভাপতি।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি