অবশেষে বিতর্কিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফকে বদলি
প্রকাশিত : ১২:৪৬, ২৪ জানুয়ারি ২০২৪
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিতর্কিত আরিফ সরকারকে অবশেষে বদলি করা হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সর্বশ্রেণী পেশার মানুষ।
রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সা.প্রশা.) রুপক রায়ের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
বদলি হওয়া এ কর্মকর্তাকে আগামী ২৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় একই তারিখ হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আরিফ সরকারকে তার দায়িত্বে থাকা নথিপত্র তালিকা করে এবং মূলধনী সম্পদসমূহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর নিকট যথাযথভাবে হস্তান্তর করে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে জমাদানপূর্বক যোগদান করবেন।
তার বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, ঘুষ দাবিসহ স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন থেকে বদলীর বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পত্র প্রেরণ করা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এএইচ
আরও পড়ুন