ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে বিয়ের পিঁড়িতে `বাহুবলী` প্রভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২০:২২, ১২ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাহুবলী খ্যাত দক্ষিণী তারকা প্রভাস সবসময়ই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। ‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে তার নাম জড়িয়ে যায়। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।

এর আগে আনুশকা শেঠির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। গুঞ্জন উঠেছিল, অভিনেত্রীকেই নাকি বিয়ে করবেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। 

বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস।

সম্প্রতি রামচরণ এক সাক্ষাৎকারে প্রভাসের বিয়ের খবরের জল্পনা উস্কে দিয়েছেন ৷ মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত গেমচেঞ্জার ৷ ছবির প্রোমোশনে 'আনস্টপেবল উইথ এনবিকে' (সিজন ৪)-এর টক শোয়ে উপস্থিত হন রামচরণ ৷ সেখানেই কথা প্রসঙ্গে বন্ধু রাম ইঙ্গিত দিয়েছেন চলতি বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন প্রভাস ৷ এমনকী, মেয়ে কোথাকার সাক্ষাৎকারে তারও উত্তর দিয়েছেন রাম ৷ তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের গানাপাভারমের এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছেন প্রভাস ৷

অন্যদিকে, প্রভাসের বিয়ের জল্পনা আরও একটু বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ বিনোদন জগতের ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালন ৷ তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে লেখেন, "প্রভাস" ৷ তারপর বিয়ে বাড়ির ইমোজি ও সাদা বিয়ের পোশাক পরা মেয়ের ইমোজি শেয়ার করেন ৷ ক্রিপ্টিক এই পোস্ট দেখে নিশ্চিত করে কিছু বলা না গেলেও অনুরাগীদের মনে হচ্ছে, খুশির খবর খুব শীঘ্রই আসছে ৷

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি