অবশেষে মারা গেছে বন্যহাতিটি
প্রকাশিত : ১০:৪৫, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:৪৫, ১৬ আগস্ট ২০১৬
ভারত থেকে আসা বন্যহাতিটি অবশেষে মারা গেছে। স্যালাইন দিয়ে রাখা হলেও দীর্ঘক্ষন অজ্ঞান থাকার পর গেলো রাতে মারা যায় আসাম থেকে আসা বঙ্গ বাহাদুর।
বন্যার পানিতে ভেসে আসা বন্যহাতিটি ১৫ দিন ধরে জামালপুরের সরিষাবাড়ি সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়ার পটল গ্রামে অবস্থান করছিলো। হাতিটি উদ্ধারের জন্য বাংলাদেশ এবং ভারতীয় উদ্ধারকারী দল চেষ্টা চালায়। তিনদিন আগে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করতে সক্ষম হন তারা। কিন্তু দীর্ঘদিন পানিতে থাকায়, খাবারের অভাব আর অতিরিক্ত চেতনা নাশকের ফলে দূর্বল হয়ে পড়ে হাতিটি। এ কারণেই হাতিটি মারা গেছে বলে মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন