ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগদান

অবশেষে মুখ খুললেন রোনালদোর মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২০ জুলাই ২০১৮

বাসা বদলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদ থেকে পাড়ি জমিয়েছেন তুরিনে। অচেনা দেশের অচেনা লিগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছেন। তবে রোনালদোর মা মারিয়া ডলোরেস আভেইরো নাকি মোটেই খুশি হননি ছেলের রিয়াল ছেড়ে জুভেন্তাসে যাওয়া নিয়ে। তিনি নাকি মনে প্রাণে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে রোনালদো যেন ফিরে যান ম্যানচেস্টার ইউনাইটেডেই। এমনই খবর ছড়িয়েছিল, যে রোনালদোর সিদ্ধান্তে তার মা-ই রাজি ছিলেন না।

পর্তুগালে সাংবাদিকদের রোনালদোর মা ডলোরেস পুরো বিষয় খোলসা করে জানিয়েছেন, ‘আমি রোনালদোকে ম্যানচেস্টারে দেখতে চেয়েছিলাম, এটা পুরোপুরি মিথ্যা। এটা মোটেই সত্যি নয়।’ ছেলের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে তিনি জানিয়েছেন, ‘রোনালদোর ক্লাব বাছাইয়ে আমি ভীষণ খুশি। আমাদের কাছে এটা দারুণ মুহূর্ত। আমার ছেলে জুভেন্তাসকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে।’

এখানেই না থেমে তিনি আরও বলেছেন, ‘রোনালদোর কাছে এটা নতুন জীবনের প্রথম অ্যাডভেঞ্চার হতে চলেছে। রিয়াল মাদ্রিদে থাকার প্রতিটি মুহূর্ত ও এনজয় করেছে। তবে ওর নতুন চ্যালেঞ্জের প্রয়োজন ছিল।’

পু্ত্রের সঙ্গে মনোমালিন্যের খবর ওড়াতে এর পরে ডলোরেস কিছুক্ষণ পরে আরও একটি ছবি পোস্ট করেন। অ্যালিয়েঞ্জ এরেনায় রোনালদো, জুনিয়র রোনালদো, পুত্রের বান্ধবীর সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘তোমার পাশে এমন গুরুত্বপূর্ণ দিনে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। থ্যাঙ্ক ইউ।’

সোমবারেই জুভেন্তাসে প্রথমবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোনালদো।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি