ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৩১ মে ২০১৮

অবশেষে গত কয়েকদিনের তীব্র তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে বৃষ্টি ঝরল রাজধানীতে। এতে কিছুটা স্বস্তি পেলেন নগরবাসী।
কয়েকদিন ধরে প্রচণ্ড গরম শুরু হয়। দীর্ঘ খরতাপে অতিষ্ঠ নগরবাসী আজ বৃষ্টির পর ফিরে পেল সাময়িক স্বস্তি। সকালে রাজধানীতে এক ঘণ্টার বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

এ সময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং দমকা বাতাসও বয়ে যায়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি হয়েছে।
এদিকে, বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিল স্বস্তি।
রাজধানীর প্রায় সব স্থানেই বৃষ্টি হচ্ছে। সপ্তাহ শেষে বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অপরদিকে গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। বাতাসে আদ্রতা বেশি থাকা এবং মেঘ না থাকায় রোদের তীব্রতা ও গরম বেশি অনুভব হয়েছে বলে জানান আবহাওয়াবিদরা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি