ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৩৫, ৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

‘বাহুবলী’খ্যাত চিত্রনায়ক প্রভাস। তার নতুন ‘সাহো’ ছবির জন্য নায়িকা বাছাই নিয়ে কম জল ঘোলা হয়নি। এই ছবিতে প্রভাসের সঙ্গে অনেক নায়িকার নাম উঠে এসেছে। শুধু তাই নয় ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, সোনম কাপুর, তামান্না ভাটিয়ার মতো একাধিক বলিউড সুন্দরীর কাছে প্রস্তাবও দিয়েছিলেন।

অবশেষে প্রভাসের নায়িকা হিসেবে দেখা যাবে বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ইতোমধ্যেই শ্রদ্ধা’র সঙ্গে কাজের কথা চূড়ান্ত হয়েছে।

অনেকেই মনে করেছিলেন ‘বাহুবলী’ ছবির হিট জুটি প্রভাস ও আনুশকা শেঠিকে আবারও রুপালি পর্দায় দেখা যাবে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আনুশকার ওজন। অ্যাকশনধর্মী এই ছবির জন্য নায়িকাকে আরও ছিপছিপে হতে হবে। তাই জিমে গিয়ে দিন-রাত ঘাম ঝরাচ্ছিলেন এই দক্ষিণী সুন্দরী। কিন্তু তাতেও ফল হয়নি। অবশেষে শ্রদ্ধা কাপুর-ই হচ্ছেন প্রভাসের নায়িকা।

‘আশিকি ২’ খ্যাত এই অভিনেত্রী প্রভাসের নায়িকা হওয়ার জন্য আট কোটি টাকা দাবি করেছিলেন। এই দর শুনে রীতিমতো ঘাম ছুটে যায় ছবির প্রযোজকদের। এই ছবির চিত্রনাট্য পছন্দ হওয়ার জন্যই কাজটি করতে যাচ্ছেন শ্রদ্ধা।

তবে শেষ পর্যন্ত কত টাকা নিচ্ছেন এটা জানা যায়নি। প্রভাস সম্পর্কে শ্রদ্ধা টুইট করে বলেন, ‘নতুন ব্লকব্লাস্টার কিং’।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি