ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে হামজার লেস্টারকে হারিয়ে জয়ে ফিরল ম্যানসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৩০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ০৯:২২, ৩০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

টানা হারের পর অবশেষে জয়ে ফিরলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যানসিটির হয়ে গোল দুটি করেন সাভিনহো ও আর্লিং হালান্ড।

অবশ্য ম্যানচেস্টার সিটির দিক থেকে বিবেচনা করলে এই জয় অনেকটা লাইফলাইন পাওয়ার মতোই। লেস্টার ম্যাচের আগের ১৩ ম্যাচে মাত্র ১ জয় ছিল ম্যানসিটির। ৯ হারের সঙ্গে ছিল ৩টি ড্র। যে দলটাকে হারানো ছিল ইউরোপীয় ফুটবলে অন্যতম কঠিন কাজ, তাদের জন্যই না হারাটাই গত এক মাসে ছিল অসম্ভবের কাছাকাছি। 

লিগে গেল চার ম্যাচে জয়হীন সিটি ২১ মিনিটে প্রথম গোল পায় রিবাউন্ড থেকে পাওয়া বলে। ফিল ফোডেন দূরপাল্লার শট নিয়েছিলেন। বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান লেস্টার গোলকিপার ড্যানি ওয়ার্ড। তবে সেটা গ্রিপ করতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। 

বাংলাদেশের হামজা ম্যাচের ৭০ মিনিটে বদলি নেমে খেলেছেন বাকি সময়টা। জাস্টিনের বদলে হিসেবে লেফট ব্যাকে নামেন তিনি। 

তবে হামজা নামার চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড।  ৭৪ মিনিটে সাভিনহোর ক্রস থেকেই হেডে গোল করেছেন এই নরওয়েজিয়ান তারকা। প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর গোল পেলেন  তিনি। আসরে তার মোট গোল হলো ১৪টি।

এই ম্যাচের একেবারে শেষ দিকে হামজা চৌধুরী নিখুঁত ক্রস ফেলেছিলেন জেমি ভার্ডির সামনে। অভিজ্ঞ ইংলিশ তারকা অবশ্য গোল পাননি।   

সিটিজেন্সদের ডাগআউটে পেপ গার্দিওলার ৫০০তম ম্যাচটায় অন্তত জয় পেয়েছে তার দল। 

 যদিও ম্যাচে এরপর সিটির চেয়ে লেস্টারই সুযোগ পেয়েছে বেশি। একবার গোলবার থেকেও ফেরত এসেছে তাদের আক্রমণ। 

এ জয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে সিটি। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ৩১। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটিজেনদের পয়েন্ট ব্যবধান ১১। অন্যদিকে লিগে এ নিয়ে সর্বশেষ চার ম্যাচেই হারল লেস্টার। আজকের হারে অবনমন অঞ্চলেই রয়ে গেছে হামজার দল। আছে পয়েন্ট তালিকার ১৮তম স্থানে। 

দিনের অন্য ম্যাচে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে নটিংহাম ফরেস্ট। টটেনহাম নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে। ফুলহাম–বোর্নমাউথ ম্যাচটিও শেষ হয়েছে ২–২ সমতায়।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি