ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১০ জুলাই ২০২৩ | আপডেট: ১০:১৫, ১০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

অবশেষে জয় পেলো ইংল্যান্ড। হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে বেন স্টোকসের দল। কাঙ্ক্ষিত জয়ে অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড।

টানা দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা।

২৫১ রানের লক্ষ্যে বিনা উইকেটে ২৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। মিচেল স্টাকের গতির ঝড়ে এদিন শুরুতেই বেন ডাকেট ও মইন আলিকে হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলিও ফেরেন ৪৪ রানে। 

পরে জো-রুট ২১, বেন স্টোকস ১৩ আর জনি বেয়ারস্টো ৫ করে আউট হলেও অন্যপ্রান্ত থেকে আগ্রাসি ব্যাটিং করেন হ্যারি ব্রুক। ৯৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। 

শেষ দিকে ক্রিস ওকসের ৩১ আর মার্ক উডের অপরাজিত ১৬ রানে জয় তুলে নেয় ইংল্যান্ড।

দারুণ বোলিংয়ে ৭৮ রানে ৫ উইকেট নিয়েও হতাশায় মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ান পেসার স্টার্ক।

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর তৃতীয়টি জিতল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।

চতুর্থ ম্যাচ ১৯ জুলাই থেকে শুরু হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি