ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

অবসর ভেঙ্গে ফেরা স্টোকসের রেকর্ডে এগিয়ে গেল ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১০:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৩

অবসর ভেঙে ওয়ানডে ফরম্যাটে ফিরেই অলরাউন্ডার বেন স্টোকস গড়েছেন নতুন রেকর্ড। ইংলিশ ব্যাটসম্যান হিসেবে তার সর্বোচ্চ রানের ইনিংসে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৮১ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ৩৬৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১৮৭ রানে অলআউট নিউজিল্যান্ড।

১৩ রানে দুই উইকেট হারায় ইংলিশরা। পরে মালনাকে সাথে নিয়ে হাল ধরেন বেন স্টোকস। ১৯৯ রানের জুটি গড়েন তারা। মালান ৯৬ রানে ফিরে গেলেও ১২৪ বলে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্টোকস। 

অবসর ভেঙে ওয়ানডে ফরম্যাটে ফিরেই স্টোকস গড়েছেন নতুন রেকর্ড। ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। ৪৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি। ইনিংসে সব মিলিয়ে মারেন ১৫টি চার ও ৯টি ছক্কা।

স্টোকস ফেরার পর ২০ রান যোগ করতেই অলআউট ইংল্যান্ড। ৪৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৬৮ রানের পুঁজি পায় ইংলিশরা।

৫ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ট্রেন্ট বোল্ট।  

জবাবে দিতে নেমে ১১ ওভার বাকি থাকতে ১৮৭ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড। দলীয় সংগ্রহে ১০০ রান যোগ করার আগেই শীর্ষ ৫ ব্যাটারকে হারিয়ে ফেলেছিল দলটি। কিউইদের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন গ্লেন ফিলিপ্স।  ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসনকে নিয়ে ব্যবধান কমানোর চেষ্টাই করেছেন ফিলিপস।

ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি