ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবসরের ইঙ্গিত নেইমারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার।

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারার পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাচের পর অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব। আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’

শুক্রবার রাতের ম্যাচে দুর্দান্ত গোল করে জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ৩০ বছর বয়সী এ স্ট্রাইকার, তবে টাইব্রেকে শুট নেননি তিনি।

রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

এর আগে ২০১৪ সালে নেইমারহীন ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে হারায় জার্মানি।

এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে দল বাদ পড়ায় পদত্যাগের কথা জানিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি