ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না : সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ২০:৩৬, ২৩ ডিসেম্বর ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, 'সকলেই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এ ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।'

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। পরে তিনি নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী-এর সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ প্রমূখ।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোন ভোট কেন্দ্রে যদি কোন ভোট কারচুপির প্রমান পাওয়া যায়, তবে সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি