ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবাধে বন নিধন হচ্ছে, পঞ্চাশ বছর পর বন মন্ত্রণালয়ের অস্তিত্বই থাকবে না- বন ও পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯:২১, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ২০:০৫, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

অবাধে বন নিধন হচ্ছে বলে স্বীকার করলেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশ্ব বণ্য প্রাণী দিবসের অনুষ্ঠানে মন্ত্রী বললেন, এভাবে বন নিধন চলতে থাকলে পঞ্চাশ বছর পর বন মন্ত্রণালয়ের কোনো অস্তিত্বই থাকবে না। আর বিশেষজ্ঞরা বলছেন, চোরা শিকারী ও পাচারকারীদের দৌরাত্মে দেশে কমছে বন্যপ্রাণীর সংখ্যা। environment minবিশ্ব বণ্য প্রাণী দিবসে বন ভবনে বণ্য প্রাণী সংরক্ষণ মেলা। উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী। পরে আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেন, দেশে আশঙ্কাজনক হারে কমছে বন, সেই সঙ্গে বণ্যপ্রাণী। বন ধ্বংস এবং বণ্যপ্রাণী পাচারে অনেক জনপ্রতিনিধি জড়িত বলে অভিযোগ করেন প্রধান বন কর্মকর্তা। বন উজাড় হওয়ায় শঙ্কিত খোদ বন ও পরিবেশ মন্ত্রী। স্কুল, কলেজ ও খোলা জায়গায় বনায়ন করারও আহ্বান জানান মন্ত্রী। এর আগে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলনকেন্দ্র থেকে বনভবন পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি