ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

অবৈধ অস্ত্র উদ্ধারে আসছে বিশেষ অভিযান (ভিডিও)

দিপু সিকদার

প্রকাশিত : ১১:৪২, ৫ নভেম্বর ২০২৩

আসছে অবৈধ অস্ত্রের চালান, চলে যাচ্ছে সন্ত্রাসীদের কাছে। আগামী সংসদ নির্বাচনে এই অস্ত্র ব্যবহারের শঙ্কায় ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে র‌্যাব সদর দপ্তর। সীমান্তসহ সারাদেশে নজরদারির পাশাপাশি নির্বাচনের আগে বিশেষ অভিযানের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তরও। 

সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শীর্ষ সন্ত্রাসী মামুন। মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী ভুবন চন্দ্র শীল, আহত হন কয়েকজন।

ওই ঘটনায় সন্ত্রাসীদের প্রকাশ্যে অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট হয়। অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।

র‌্যাব তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৫২৯টি অবৈধ অস্ত্রসহ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক। গ্রেপ্তার হয়েছে ২১৮ জন।

অন্যদিকে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২০টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিএমপি। এনিয়ে ১৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২৩ জনকে। 

জাতীয় নির্বাচন পুঁজি করে অবৈধ অস্ত্র ব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব।

র‌্যা্ের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “প্রতিটি ব্যাটেলিয়নকে নির্দেশ দেয়া হয়েছে সন্ত্রাসীদের তালিকা করার জন্য। যারা ইতিপূর্বে অবৈধ অস্ত্রের ব্যবহার করেছে, ইতিপূর্বে যারা অবৈধ অস্ত্রসহ আইন শৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেপ্তার তারাই সামনে জাতীয় নির্বাচনকে পুঁজি করে অবৈধ অস্ত্র আনার চেষ্টা করবে বা ব্যবহার করার চেষ্টা করবে। তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।”

দেশজুড়ে ইউনিটগুলোকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে মনিটরিং করছে পুলিশ সদর দপ্তরও। 

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) আনোয়ার হোসেন বলেন, “যারা অবৈধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ কর্ম করে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। যেহেতু সামনে সাধারণ নির্বাচন, নির্বাচনের আগে সবসময়ই আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান করে থাকি। এবার এর ব্যতিক্রম হবেনা। অস্ত্র উদ্ধারের বিষয়গুলো নিয়ে আমরা এখনও কাজ করছি। ইতিমধ্যে অভিযান জোরদার করার জন্য বলা হয়েছে।”

আইনশৃঙ্খলার অবনতি করতে চাইলে কাউকে কোনোভাবে ছাড় নয় বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি